1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

মোঃ তানিম সরকার,সাভার ঢাকা প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

মোঃ তানিম সরকার,সাভার ঢাকা প্রতিনিধি।

 

আশুলিয়ার জামগড়া এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন অরিশান এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিক সংগঠন মাদারল্যান্ড গার্মেটস ওয়াকার্স শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

 

শ্রমিকরা জানায়, সম্প্রতি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকার অরিশান এ্যাপারেলস লিমিটেড কারখানার মালিক শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশাধ করছেন না। এমনকি কারখানায় তালা ঝুলিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে মালিক পক্ষের বিরুদ্ধে। এঘটনায় ন্যায্য পাওনা আদায়সহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা সকাল থেকে দুপুর পর্যন্ত জামগড়া এলাকায় অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন।

 

শ্রমিকরা আরো জানায়, বেতন না পাওয়ায় তারা পরিবার নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। তারা ও তাদের পরিবার গেল ঈদের আনন্দ থেকেও বঞ্চিত হয়েছে। এখন তাদের দাবি বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতন-বোনাস দ্রুত পরিশোধ করা হোক। অন্যথায় তারা কঠোর আন্দোলনে যাবেন বলেও জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট