ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
আওয়ামী লীগের দোসর অমেলা রানী মন্ডল কর্তৃক সাধারণ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করার প্রতিবাদে ও দ্রুত গ্রেফতারের দাবিতে, মানববন্ধন করেছেন শ্যামনগরের পৌরবাসী।
আজ বুধবার (১৫ এপ্রিল) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থী সহ শতাধিক সাধারণ এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় চিংড়িখালি মাধ্যমিক বিদ্যানিকেত এর সহজারী শিক্ষক গোবিন্দ চন্দ্র মন্ডল ও সাবেক ইউপি সদস্য আজগর আলী, সদর ইউনিয়ান পরিষদের ৩’৪’৫ মহিলা সংরক্ষিত ওয়ার্ড এর মহিলা সদস্য বনশ্রী মন্ডল। এছাড়া ভুক্তভোগী হিসাবে উপস্থিত ছিলেন, পরিতোস কুমার মন্ডল, পঞ্চান্ন কুমার মন্ডল, মোঃলুতফার রহমান, মোঃজবেদ আলি, মোঃজাকির হোসেন, মোঃইসরাফিল, মোঃ রনি ও ছাত্র নেতা মোঃজাহিদ হাসান, মোঃবেল্লাল হোসেন, মোঃমাসুম বিল্লাহ ও রোকনুজ্জামান সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন বিগত সরকারের শাসনামল থেকে শুরু কেরে এখনো পর্যন্ত মামলা বাণিজ্য অব্যাহত রাখছে আওয়ামী সন্ত্রাসী সংগঠনের এজেন্ট ও ষড়যন্ত্রকারী আওয়ামী লীগের দোসর অমেলা রানী মন্ডল,জানা গেছে প্রায়ই ৩০ থেকে ৪০ টি মিথ্যা মামলা এ পর্যন্ত সাধারণ এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করেছেন, এছাড়া আওয়ামী লীগের দোসর অমেলা রানী মন্ডল এর মিথ্যা মামলায় হয়রানি থেকে মুক্তি পাইনি শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান গন, এছাড়া পুলিশ বাহিনীর সদস্য সহ সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে এধরনের মিথ্যা মামলা আওয়ামী সন্ত্রাসীদের ষড়যন্ত্র হিসাবে মন্তব্য করেছেন বক্তারা, অমেলা রানী মন্ডল কে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীরা, মিথ্যা মামলায় হয়রানি করা আওয়ামী লীগের দোসর অমেলা রানী মন্ডল কে দ্রুত গ্রেফতারের দাবিতে জানিয়ে বক্তব্য শেষ করেন।