1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

ফিলিস্তিনে ইসরাইলি কর্তৃক গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীতে দশ সহাস্রাধিক মুসুল্লিদের বিক্ষোভ সমাবেশ

মোঃ জিয়াউল রহমান জুয়েল মৃধা, নির্বাহী পরিচালক, দৈনিক সাতক্ষীরা দিগন্ত।
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা,নির্বাহী পরিচালক

 

ফিলিস্তিনিতে ইসরাইলি কর্তৃক বর্বর হামলা, নির্বিচারে নারী- পুরুষ, শিশুদেরকে হত্যার প্রতিবাদ এবং মুক্ত ফিলিস্তিনের দাবিতে পটুয়াখালীতে জেলা ইমাম পরিষদের উদ্যোগে দশ সহাস্রাধিক মুসুল্লিদের উপস্থিতিতে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমা নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ ও মাদরাসা থেকে শত শত মুসুল্লি, হে আল্লাহ ফিলিস্তিনবাসীকে রক্ষা কর, ইসরাইলি পণ্য বর্জন কর, ইসরাইলি পণ্য বয়কট করসহ অসহায় ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন শ্লোগান সহকারে বিক্ষোভ সমাবেশের নির্ধারিত স্থান কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দশ সহাস্রাধিক মুসুল্লিদের সমাগম ঘটে।
সেখানে জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব জাতীয় পর্যায় শ্রেষ্ঠ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদেরের সঞ্চালনায় বিশাল বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের উপদেষ্ঠা মদিনা জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ, উপদেষ্ঠা কলের পুকুরপাড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস আব্বাস, নির্বাহী সদস্য চরপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. শহিদুল ইসলাম, পুরাতন হাসপাতাল এলাকার বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা জাকির হোসেন আজমী প্রমুখ।
সমাবেশে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া মোনাজ পরিচালনা করেন সমাবেশের সভাপতি আলহাজ্ব মাওলানা আবু সাঈদ।


সমাবেশ শেষে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে পিডিএসএ মাঠের উত্তর পাশে সড়কে শেষ হয়।
বক্তারা ইসরাইলি কর্তৃক ফিলিস্তিনিতে অবিরাম সশস্ত্র হামলা করে বর্বর গণহত্যাকান্ডের তীব্র প্রতিবাদ, নিন্দা, ক্ষোভ জানিয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তারা দেশের অন্তবর্তীকালিন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসকে সরকারিভাবে ইসরাইলি পণ্য বর্জনের সিদ্ধান্ত নেয়ার জন্যও অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট