ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও নিবন্ধনহীন মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি আটক হয়েছে। বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার মৌতলা ও উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন তেল পাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার মৌতলা গ্রামের মৃত কাশেম মোড়লের ছেলে মাহাদুর মোড়ল (৩৫), দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মৃত জহর আলীর ছেলে মিয়ারাজ হোসেন (৫২) এবং একই উপজেলার বয়রা গ্রামের মৃত আমিন গাজীর ছেলে মোস্তফা গাজী (৪৩)। পাউখালী সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনা সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে ৯ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে কালিগঞ্জের মৌতলা এলাকায় ইয়াবা বিক্রির সময় মাহাদুর মোড়লকে আটক করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে কালিগঞ্জ তেল পাম্পের সামনে থেকে মাদক কারবারি পারুলিয়া গ্রামের মিয়ারাজ হোসেন এবং ইয়াবার পাইকারি বিক্রেতা বয়রা গ্রামের মোস্তফা গাজীকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ২০ পিস ইয়াবা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড ফোন ও তিনটি বাটন ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে ইয়াবা ও জব্দকৃত মালামালসহ আটক তিন মাদক কারবারিকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আটক তিনজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন বলে জানা গেছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।