আবুল কাশেম চট্টগ্রাম
চট্রগ্রাম আনোয়ারা উপজেলা বটতলী রুস্তম হাট
থেকে জুইদন্ডীর রাস্তাটা সংস্কারের জন্য আনোয়ারা নির্বাহী অফিসার জনাবা তাহমিনা খানম বরার স্মারকলিপি প্রদান এলাকাবাসী
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার জনাবা তাহমিনা খানম বলেন ঈদের পরে অতিদ্রুত সময়ে সংস্কার করার চেষ্টা করবো বলে আশ্বাস প্রদান করেন ।
চট্রগ্রামের আনোয়ারা উপজেলা ১১ নং জুইঁদন্ডী ইউনিয়নের বটতলী রুস্তমহাট থেকে জুইঁদন্ডী পর্যন্ত প্রধান সড়কের ভাঙ্গন এখন এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ এই সড়কে যাতায়াত করে, কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে এটি দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে।
মর্মান্তিক দুর্ঘটনা ও প্রাণহানি
গত ২০ শে মার্চ জুইঁদন্ডী লামার বাজার এলাকায় মালবাহী একটি অটোরিকশা উল্টে গিয়ে করুণভাবে প্রাণ হারায় বারখাইন ঝিউরি এলাকার এক যুবক। গত ২১ শে মার্চ একই স্থানে ডিম বহনকারী একটি গাড়ি উল্টে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এসব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার প্রধান কারণ রাস্তার বেহাল দশা।
সাধারণ মানুষের দুর্ভোগ
প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা এই রাস্তা ব্যবহার করেন। চলাচলের একমাত্র পথ হওয়ায় ভাঙ্গা রাস্তায় ঝুঁকি নিয়েই চলতে হয়। রাস্তায় বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে, যার ফলে দুর্ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
শীঘ্রই সংস্কার প্রয়োজন
এলাকাবাসী মনে করে, অবিলম্বে এই রাস্তার সংস্কার না হলে আরও প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি ঘটবে বলে মনে করেন এলাকাবাসী।