মোঃ শহিদুল ইসলাম, জামালপুর, জেলা প্রতিনিধি
শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৩২ তম ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল,জামালপুর চিকিৎসা ব্যাবস্থাপনায় ৮ মার্চ শনিবার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অস্থায়ী ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত চক্ষু ক্যাম্পে ১৬৮ জন রুগিকে সেবা দেওয়া হয়। তার মধ্যে শাখাওয়াত হোসাইন মানব সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১৬২ জনকে ফ্রি চশমা বিতরণ করা হয়। ৬ জনকে বিনামূল্যে ছানী অপারেশন জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জামালপুর পাঠানো হয়।
সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জহুরুল হক,সহ সভাপতি পাররামরামপুর ইউনিয়ন বিএনপি।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শফিউল আলম ফর্সার , সাধারণ সম্পাদক পাররামরামপুর ইউনিয়ন বিএনপি।
লিয়াকত আলী,মাজেদ আলী ও মোঃ সন্ধান
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ডাক্তার মোঃ জমির হোসেন ক্যাম্প অর্গানাইজার আতাউর রহমান সহ মোট ৭ জনের মেডিকেল টিম উপস্থিত ছিলেন ।
মানব সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ শাখাওয়াত হোসাইন বলেন, মানুষের সেবা করাই আমার উদ্দেশ্য । গ্ৰামের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমার ভালো লাগে।আমি আমার ব্যাবসার লাভের একটি অংশ থেকে গ্ৰামের অসহায় চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য ব্যায় করি।