1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

দু’দিনব্যাপী শশিমেলা-২০২৫ উদ্বোধন

সঞ্চিতা সরকার,খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

 

সঞ্চিতা সরকার,খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

 

খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন উৎসব শশিমেলা-২০২৫’।

আজ ২৩ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর ১টায় চারুকলা স্কুলের আঙিনায় দু’দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, শশিভূষণ পাল বাংলাদেশের একজন পথিকৃৎ চিত্রশিল্পী। শিল্পকলায় তাঁর যে অবদান রয়েছে তা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। এক্ষেত্রে এ ধরনের মেলা আয়োজনের পাশাপাশি ডকুমেন্ট আকারে এই শিল্পীর শিল্পকর্ম ও এর বিবরণ তুলে ধরা প্রয়োজন। যাতে বাংলাদেশের অন্যান্য বরেণ্য চিত্রশিল্পীর পাশাপাশি শশিভূষণ পালও যথাযথ মর্যাদা পান এবং সকলের মাঝে পরিচিত হন। উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের জন্য পৃথক একটি ভবনের নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে শীঘ্রই এ ব্যাপারে ডিপিপি প্রস্তুতের উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, শিল্পকলার মাধ্যমে খুব সহজেই মনের ভাব প্রকাশ করা যায়। উন্নত দেশগুলোতে বিজ্ঞানের পাশাপাশি শিল্পকলায় গুরুত্ব দেওয়া হয়। কারণ, একটি দেশ উন্নত হতে হলে বিজ্ঞান, সামাজিক বিজ্ঞানের পাশাপাশি শিল্পকলায়ও উন্নত হওয়া প্রয়োজন। তিনি দেশের একজন বরেণ্য চিত্রশিল্পীর সম্মানে এ মেলা আয়োজনে সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, শিল্পী শশিভূষণ পাল সম্পর্কে বর্তমান প্রজন্মের অনেকেই জানে না। এ ধরনের মেলার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তাঁর পরিচিতি ও অবদান তুলে ধরা সম্ভব হবে। তিনি চারুকলার শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান রকিব হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক এবং ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তরিকত ইসলাম। আরও বক্তৃতা করেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। অ্যালামনাইদের পক্ষ থেকে বক্তৃতা করেন মাহবুব-ই-খুদা প্রিয়ন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোঃ রফিকুল আলমকে সম্মাননা প্রদান করা হয়। তিনি ভার্চ্যুয়ালি যুক্ত থাকা অবস্থায় তাঁর পক্ষে সম্মননা গ্রহণ করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। এছাড়া গতবছর ‘শশিভূষণ পাল ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থী মো. সাইফুল্লাহ আবিরকে সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী মাইশা বিনতে হাক্কানী ও হাফসা বিনতে আজাদ। অনুষ্ঠানে চারুকলা স্কুলভুক্ত ডিসিপ্লিনসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ চারুকলার প্রাক্তণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট