1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

পাথরঘাটায় ব্র্যাকের সহায়তায় হুইল চেয়ার পেল শারীরিক প্রতিবন্ধি আবুল কাশেম

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

 

আরিফ তৌহীদ:পাথরঘাটা(বরগুনা)

 

দেশের সর্ব দক্ষিণের উপজেলা পাথরঘাটার অসহায় গন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দুস্থ প্রতিবন্ধিদের নিয়ে দীর্ঘদিন ধরে মফস্বল পর্যায়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছে দেশের সর্ব বৃহৎ দাতব্য সংস্থা ব্র্যাক।এরই ধারাবাহিকতায় ১৭ ফেব্রুয়ারি (সোমবার) বেলা ১১টার দিকে ব্র্যাক পাথরঘাটা শাখার ইউপিজি কর্মসূচির আওয়তায় পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরপদ্মা এলাকার ইসমাইল আকনের ছেলে শারীরিক প্রতিবন্ধী আবুল কাশেমকে একটি আধুনিক হুইল চেয়ার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ইউপিজি কর্মসূচির শাখা ব্যবস্থাপক সমীর কর,পাথরঘাটা উপজেলা সমাজ সেবা অফিসার মো: মহসীন, ব্র্যাক মঠবাড়িয়া শাখার হিসাব ব্যবস্থাপক পবেশ দেবনাথ,ব্র্যাক ইউপিজি কর্মসূচির সংগঠক অনুপ বালা সহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ব্র্যাক ইউপিজির শাখা ব্যবস্থাপক সমীর কর তার বক্তব্যে বলেন, আমরা মূলত যাছাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ব্যক্তিকে নির্ধারণ করি,যার ফলে সঠিক প্রতিবন্ধিরাই আমাদের এই সহায়তা পেয়ে থাকে।আমাদের এ কার্যক্রম নিয়মানুযায়ী চলমান থাকবে।পাথরঘাটা উপজেলা সমাজ সেবা অফিসার মো: মহসীন বলেন, ব্র্যাকের এমন কার্যক্রমের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক যেভাবে অসহায় মানুষের জন্য কাজ করে এটি নিসন্দেহে প্রশংসার দাবি রাখে।এদিকে হুইল চেয়ার পেয়ে হাসি ফুটেছে আবুল কাশেমের মুখে, কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি ব্র্যাক কর্তৃপক্ষকে।এখানেই শেষ নয় ব্র্যাক কর্তৃক হুইল চেয়ার প্রদানের পাশা পাশি আর্থিক সহযোগিতা ও একটি দোকানঘর তুলে দেয়ার কথা জানালেন আবুল কাশেমের বাবা ইসমাইল আকন। ব্র্যাকের এমন কার্যক্রমকে সাদুবাদ জানিয়ে ব্র্যাকের কার্যক্রম আরো গতিশীল হওয়ার আশা ব্যক্ত করেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট