1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটের দোকানসমূহে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়’তে সয়লাব ; হাতেনাতে ধরা 

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

 

হৃদয় আহমেদ,নজরুল বিশ্ববিদ্যালয়‌ 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২য় গেইট সংলগ্ন দোকানসমূহে সর্বসমক্ষে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়। আজ সকাল ১১টা নাগাদ এমনি একটি ঘটনার অভিযোগ সামনে আসে। “মেসার্স অভি ভ্যারাইটিজ স্টোর” নামে পরিচালিত দোকানটি থেকে মেয়াদোত্তীর্ণ মাউন্টেন ডিউ বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়ে উক্ত প্রতিষ্ঠানের দোকানী। এছাড়াও রেফ্রিজারেটারে উক্ত কোমল পানীয় বিক্রির উদ্দেশ্যে দৃশ্যমান অবস্থায় প্রদর্শনীতে রেখেও দেওয়া হয়।

 

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, দোকানগুলোতে সুষ্ঠ তদারকির অভাবে দোকানীদের এমন অনিয়ম দূর্নীতি বেড়েই চলছে দিনকে দিন। মেয়াদোত্তীর্ণ এসব খাবার পানীয় পান করার ভয়াবহতা না জেনেই তারা এসব বিক্রি করে চলছে প্রতিনিয়ত।

 

এ ব্যাপারে বাজার কমিটি’র সভাপতি গাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, দোকানীরা না দেখেই আলসেমি ও অবহেলাজনিত কারণেই এমন কাজগুলো করে ফেলে। আমি কথা বলে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো।

 

মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির ভয়াবহতা ও ক্ষতিকরদিকগুলো বিবেচনা করেই এটিকে একটি দণ্ডনীয় এবং জরিমানাযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। তবে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির এমন আরও অভিযোগ পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের একই স্থানে পাশাপাশি অবস্থিত একাধিক দোকানের বিরুদ্ধেও। ইতিপূর্বে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের হাতে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে “কামরুল স্টোর” নামক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রোপাইটার মো : কামরুল। মৌখিক মুচলেকা প্রদানশর্তে কোনোরূপ পদক্ষেপ না নিয়ে সাধারণ ক্ষমার ভিত্তিতে সেবার তাকে ছেড়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট