গত ২০২৩–২৪ মাড়াই মৌসুমের কাজের জন্য দৈনিক হাজিরা ভিত্তিতে ১৩৭ জনকে দিয়ে কাজ করানো হয় কিন্তু ২০২৪ -২৫ মৌসুমে চাকুরীতে না ঢাকার কারণে সুগার মিল এলাকায় উত্তেজনা দেখা দেয়। মাড়াই উদ্বোধনে বাধা দেওয়ার হুমকিতে গোলোযোগের আশঙ্কায়,মোবারকগঞ্জ চিনির কল কর্তৃপক্ষ সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা জোরদার করেছে।এই সময় সেনাবাহিনীর সদস্যরা সুগার মিলের পূর্ব পাশে মার্কেটের পিছনে আম বাগান থেকে বেশ কয়েক বস্তা পাথর ও লাঠি সোটা উদ্ধার করেছে। ১৩৭ জন শ্রমিক কর্মচারীকে কেন্দ্র করে বিএনপি দুটি গ্রুপ ও চাকরি চুতিদের মাঝে ত্রিমুখী উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।