৯ই (নভেম্বর) সকাল ১১ টার সময় ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় সভাপতি তৌহিদুল হক তৌহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক জি এম আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রঞ্জু, উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক উত্তম কুমার , ক্রীড়া বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, নির্বাহী সদস্য আবিদ হোসেন, মাস্টার শফিকুল ইসলাম, সালেকা হক কেয়া, শুভঙ্কর ঘোষ প্রমুখ। সভায় আলোচনা আন্তে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী ১২ ই নভেম্বর (মঙ্গলবার) বাদ মাগরি ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় ভোমরা সি এন্ড এফ এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আবু হাসান ও সাধারণ সম্পাদক আবু মুছা সহ কার্যনির্বাহী পরিষদের সকল কর্মকর্তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ জি এম আব্বাস উদ্দিন অসুস্থ থাকায় তাহার জন্য দোওয়া ও সুস্থতা কামনা করেন। এবং সভায় উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আলোচনা হয়।