দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের পাইকপাড়া মীর বাড়ি জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ইং অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তারাটিয়া স্পোর্টিং ক্লাব এর মুখোমুখি হয় মীরপাড়া স্পোটিং ক্লাব। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের মধ্যে দল দুটির একটিও কোন গোল করতে পারেনি। নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল না হওয়ায় দু দলের মধ্যে টাইবেকারের মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করার চেষ্টা করা হয়। কিন্তূ উভয় দল সমান সংখ্যক গোল করায় তাতেও সম্ভব হয়নি বিজয়ী দল নির্ধারণ করা।
আজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় তারাটিয়া গাজী নাসির উদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠে ফাইনাল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন শেখ পাড়া গ্ৰামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা জনাব মোঃ সোহেল মন্ডল। সভাপতিত্ব করেন মোঃ সাকিম হোসেন (ভট্টু মীর), সিনিয়র সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল পাররামরামপুর ইউনিয়ন শাখা, প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন মোঃ বাপ্পী শাহরিয়ার সিরাজী সুজন (প্রোঃআরোশ এগ্রো ফার্ম তারাটিয়া বাজার) আরো উপস্থিত ছিলেন মোঃ সারোয়ার হোসেন সবুজ মিয়া যুবদল নেতা পাররামরামপুর ইউনিয়ন শাখা, মোঃ তাসকিন আহম্মেদ ফাহিম সভাপতি ছাত্র দল পাররামরামপুর ইউনিয়ন শাখা,মোঃ আরিফুল মীর সিনিয়র সহ-সভাপতি শ্রমিকদল পাররামরামপুর ইউনিয়ন শাখা, মোঃ আপেল মাহমুদ যুগ্ন সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল পাররামরামপুর ইউনিয়ন শাখা,যুব নেতা মোঃ শামীম মিয়া,যুব নেতা মোঃ সেলিম মিয়া, মোঃ নজরুল ইসলাম মীর, মোঃ নুর নবী মীর,মোঃ অলিয়ার মীর (সাংবাদিক),মোঃ মুহাসিন ক্রিয়া বিষয়ক সম্পাদক পাররামরামপুর ইউনিয়ন ছাত্রদল।
উক্ত ফাইনাল টুর্নামেন্টটি সার্বিকভাবে এবং দৃঢ়তার সহিত পরিচালনা করেন মোঃ জাহিদুল ইসলাম। টুর্নামেন্ট শেষে বিজয়ী এবং রানার চাপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি,সভাপতি ও বিশেষ অতিথিগণ।