1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১২ অপরাহ্ন

সেনাবাহিনী ও পুলিশের অভিযানে মা-মেয়েসহ তিন মাদক ব্যবসায়ী আটক।

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শ্যামনগরে মা-মেয়েসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকাল পাঁচটার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রাম থেকে তাদের আ*ট*ক করা হয়। এসময় আটককৃতদের নিকট থেকে দুই কেজি নয়শত গ্রাম গাঁ*জা, এক লাখ ৮৯ হাজার ৪০০ টাকা, একটি মটর সাইকেলসহ দু’টি ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হলো শ্যামনগর উপজেলার শৈলখালী গ্রামের আব্দুল জব্বার ওরফে মোখলেছুর রহমানের স্ত্রীনুরজাহান বিবি(৩৫), তার মেয়ে সোনালী আক্তার(১৮) ও আব্দুর রশিদ গাজীর ছেলে মো. লোকমান হোসেন (৪৫)। অভিযানকালে এলাকার চিহ্নিত মাদক সম্রাট আব্দুল জব্বার ওরফে মোখলেছুর রহমান পালিয়ে যায়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত। নির্ভরযোগ্য সুত্রের মারফত তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় পালিয়ে যাওয়া আব্দুল জব্বারের বসতঘর থেকে উল্লিখিত মালামাল উদ্ধার করা হয়। তিনি আরও জানান জব্দকৃত মোটরসাইকেলটির নাম Yamaha FZ version 2 একটি বাটন মোবাইল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইলে লাখ লাখ টাকা লেনদেনের তথ্যও পাওয়া গেছে। মাদক ব্যবসার নিয়মিত মামলা দায়েরের পর তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে। মাদক ব্যবসায়ীদের বিষয়ে গোপনে তথ্য দিয়ে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত হওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহবানও জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট