ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
সাতক্ষীরা সদরের কুশখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলম ও সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামানকে আটক করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যার পর মোঃ ইউসুফ আলম(৫৫) কে তার কুশখালির নিজ বাড়ি থেকে আটক করে সদর থানা পুলিশ। অপরদিকে দিকে হাসানুজ্জামান কে( ২৫) ব্রক্ষরাজপুর বাজার থেকে গ্রেফতার করে সদর থানা পুলিশের।
এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, কুশখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলম একটি মামলার এজাহার ভুক্ত আসামি। মামলা নং- ২৬ তাং ১২/০৯/২৪।
এবং সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসামি হাসানুজ্জামান ও অপর একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। মামলা নং ২৫ তাং ১৮/০২/২৫ ধারা দি স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি।আটককৃতদেরকে আজ সকালে আদালতে প্রেরণ করা হবে।