মোঃআজাদ, ভোলা।
ভোলায় আনসার সদস্যদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে দৌলতখান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সবুজ চন্দ্র দেবনাথ এর বিরুদ্ধে।
অভিযোগ ও অনুসন্ধানে জানা যায়,ভোলার দৌলতখান উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসার ভিডিপি সদস্যদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সবুজ চন্দ্র দেবনাথ।
এছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আনসার ও ভিডিপির সদস্যরা, এমন কি হরতালে ডিউটি করেন, তিনি আনসার সদস্যদের সে টাকও হাতিয়ে নিয়ে যায়।
খোদ আনসার ভিডিপি সদস্যরা এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
দৌলতখান উপজেলা চর খলিফা ৫নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাই বলেন, ৪০ বছর যাবত দৌলতখান উপজেলার থানা আনসার কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করে আসছি।আমি দৌলতখান উপজেলার ঘুংগার হাট বাজার নামক স্থানে ডিউটি করেছি কিন্তু টাকা পাইনি।
২০২৩ সালের ১৬ ডিসেম্বরে এবং ২০২৪ সালের ২৬ মার্চে প্লেড কমান্ডার হিসেবে দায়িত্ত পালন করেছি, সেই টাকাও সবুজ চন্দ্র দেবনাথ স্যার আমাকে দেন নি।
শুধু আমার টাকা নয়, এমন অনেক আনসার সদস্যের টাকা সবুজ চন্দ্র দেবনাথ স্যার হজম করেছে।
দৌলতখান উপজেলার উঃ জয়নগর ৯নং ওয়ার্ডের আনসার সদস্য আ: মালেক বর্তমানে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ঔষধ কিনার মত টাকা তার নেই।
তিনি বলেন, আমি ২০২৩ সালে দুর্গাপূজায় আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করি,
আমি আজ পর্যন্ত তার কাছে একাধিকবার যাওয়ার পরও সেই টাকা পাইনি।
নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেন, সরাসরি আমাদের কাছ থেকে স্যার টাকা নেয় হয় না
দল নেতাদের মাধ্যমে গ্রুপ হিসেবে টাকা দিতে হয়। টাকা না দিলে গ্ৰুপ থেকে বাদ দেয়া হয়। এমনও অহরহর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সবুজ চন্দ্র দেবনাথ এর পুরাতন স্টেশন মুরাদনগর কুমিল্লা তার পরিচিত লোকজনের নগদ বিকাশ ও রকেট নাম্বার ব্যবহার করে টাকা উঠিয়ে নিয়ে যায়,
আনসার সদস্যরা তাদের টাকা চাইতে গেলে তিনি বলেন টাকা ভুল নাম্বারে চলে গেছে।