জি এম আব্বাস উদ্দীন সাতক্ষীরা।
ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন রেজিষ্ট্রেশন নং-২১২৯/১৪ এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৪ এর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকালে সংগঠনের হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান ভোমরা স্থল বন্দর সি এন্ড এফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আবু হাসান। শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা, অর্থ সম্পাদক আব্দুল গফুর সরদার, কার্যনির্বাহী সদস্য শাহানুর ইসলাম শাহিন। ত্রি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সবুর, সদস্য সচিব লুৎফর রহমান মন্টু ও সদস্য আব্দুল জলিল এর উপস্থিতিতে। ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন এর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সভাপতি পরিতোষ ঘোষ, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি ছদরুল আলম, সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, সহ -সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশা, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান, কাস্টমস বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, বর্ডার বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আতিকুর, প্রচার সম্পাদক সোহেল রানা সাগর, বন্দর বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফিজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শামীম হোসেন, আজহার মাহমুদ ও আব্দুর রশিদ প্রমুখ। উল্লেখ্য যে, গত ৩১/১০/২০২৪ তারিখে ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনটি অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছিল।