1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

ভুয়া সমন্বয়ক ঠেকাতে দুমকিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি:

 

পটুয়াখালীর দুমকিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভুয়া সমন্বয়ক বা অনুপ্রবেশকারীদের ঠেকাতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি জনতা কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

 

এ সময় শিক্ষার্থীরা ‘হ-তে হান্নান, হ-তে হত্যাকারী, হ-তে হাসিনা, ভুয়া সমন্বয়ক মানি না, মানব না’, তুমি কে আমি কে, সমন্বয়ক, সমন্বয়ক, ক্যাম্পাসে সমাবেশ মানি না, মানব না’- এমন স্লোগান দিতে থাকেন।

 

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, আন্দোলনের শুরু থেকে যারা জড়িত ছিল তাদের নামের তালিকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ কেন্দ্রীয় মূল ৬ জন সমন্বয়কের কাছেও রয়েছে। তাই এ বিষয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন জায়গায় যেন বিভ্রান্ত ছড়ানো না হয়।

 

তারা আরো জানান, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ নামধারী শিক্ষার্থীরা এখন ভুয়া সমন্বয়ক সাজার জন্য বিভিন্ন সমাবেশ করতে চায়, যা আমরা মানি না, মানব না। অনুপ্রবেশকারীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা আন্দোলনকারী হিসেবে মেনে নেয়া হবে না।

 

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্র থেকে আসা ১০ সদস্যের একটি টিমের একজন সমন্বয়ক পরিচয়দানকারী হাসিবুল হোসেন শান্ত নিজেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবি করে বলেন, মূলত আমরা বরিশাল বিভাগে এসেছি যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের সাথে মতবিনিময় সভা করতে। পরবর্তীতে স্কুল-কলেজ থেকেও যারা আন্দোলনে সক্রিয় ছিল তাদেরও আলাদা একটা টাইম দেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট