মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা,বিভাগীয় প্রধান বরিশাল।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পটুয়াখালীর ক সার্কেল কর্তৃক বিশেষ অভিযানে অদ্য ২৫/০৩/২০২৫ ইং তারিখ পটুয়াখালী জেলার সদর থানাধীন ইটবাড়িয়া গ্রামস্থ আসামি মো: রফিকুল ইসলাম (৪২) এর শয়ন কক্ষে রক্ষিত বড় প্লাস্টিকের ড্রামের মধ্যে পেস্ট রং এর সিনেথেটিক ব্যাগের ভিতর নীলবর্ণের জিপার যুক্ত দুটি পলি প্যাকেটে এমফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট ৫০০ (পাঁচশত) পিসসহ আসামি মো: রফিকুল ইসলাম(৪২)কে গ্রেপ্তার করা হয় । ১.আসামির নাম: মো: রফিকুল ইসলাম (৪২), পিতা: মৃত আঃ ওয়াহেদ, গ্রাম ইটবাড়িয়া, পটুয়াখালী সদর থানা, পটুয়াখালী,এর বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -৫২, তারিখ: ২৫/০৩/২০২৫সদয় অবগতির জন্য,মোঃ হামিমুর রশীদ উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় , পটুয়াখালী।