1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

নড়াগাতীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গৃহশিক্ষক  বিরুদ্ধে মামলা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

আব্দুর রহিম, নড়াইল জেলা।

 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পেচি ডুমুরিয়া গ্রামে এক তৃতীয় শ্রেণির ছাত্রীর (বয়স ৮) প্রতি যৌন হয়রানির অভিযোগে আহাদ শেখ (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত আহাদ শেখ, মৃত ছানা শেখ এর ছেলে এবং পেচি ডুমুরিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

ভিকটিমের মা জাহানারা বেগম (৪২) কর্তৃক দায়েরকৃত এজাহারে বলা হয়, তিনি তার স্বামীর কর্মস্থল ঢাকায় এবং বড় মেয়ে যশোর সিএমএইচে ভর্তি থাকায় ৭ এপ্রিল ২০২৫ তারিখে বিকালে মেয়েকে বাড়িতে রেখে যশোর যান। তখন বাড়িতে ছোট মেয়ে এবং ছেলের স্ত্রী জুথি বেগম অবস্থান করছিল।৯ এপ্রিল ২০২৫, বিকাল ৩টার দিকে আহাদ শেখ তাদের বাড়িতে গিয়ে প্রথমে ছেলের স্ত্রীকে দেখে এবং পরে ভিকটিমকে নিয়ে অন্য ঘরে গিয়ে ‘অংক পারলে খেলাধুলা করবো’ বলে প্রলোভন দেখায়। মেয়েটি রাজি না হলে আহাদ শেখ তার জামা ও পাজামার ভেতরে হাত দিয়ে শারীরিক হেনস্তার চেষ্টা করেন এবং মুখ চেপে ধরেন। মেয়েটি ধস্তাধস্তি করে চিৎকার দিয়ে পাশের রুমে পালিয়ে গিয়ে তার ভাবিকে ঘটনা জানায়।

পরিবার সূত্রে জানা গেছে, ভিকটিমের কাছ থেকে বিস্তারিত শুনে তাকে পারিবারিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে বিষয়টি নিয়ে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছুটা সময় লাগে।

ঘটনার সাক্ষী হিসেবে সাগর সরদার (২২), সাং-শিবানন্দপুর এবং শরিফুল ইসলাম (২৪), সাং-সয়নপুরসহ আরও অনেকে ঘটনার বিষয়ে জানেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এ ব্যাপারে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট