জিএম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিকনির্দেশনায় হযরত আলি, অফিসার ইনচার্জ, দেবহাটা থানা মহোদয়ের নেতৃত্বে এস আই লেলিন বিশ্বাস, এস আই শরিফুল ইসলাম, এসআই রাজু আহমেদ, এ এস আই লিয়াকত আলী, এ এস আই শফিউর রহমান, এ এস আই ইমদাদুল হক সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন ১৯/০৩/২০২৫ তারিখ অনুমান ২৩.১৫ ঘটিকার সময় দেবহাটা থানাধীন ০২ নং পারুলিয়া ইউনিয়নের মাঝপারুলিয়া সাকিনস্থ্য জনৈক বারী মোল্লার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ১০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী ১। নন্দ দাস (৫৫), পিতা-মৃত তারাপদ দাস, মাতা-মৃত গীতা দাসী, সাং-মাঝপারুলিয়া, থানা-দেবহাটা, কে গ্রেফতার করেন।
এছাড়াও পৃথক অভিযান পরিচালনা করাকালে ১৯/০৩/২০২৫ তারিখ রাত্র অনুমান-০১.৪৫ ঘটিকার সময় দেবহাটা থানাধীন দেবহাটা গ্রামের খালপাড়স্থ আলমগীর এর দোকানের মধ্যে টাকা দিয়ে তাসদ্বারা জুয়া খেলারত অবস্থায় আসামী ২। কবির হোসেন (৩৮), পিতা-মৃত আনসার আলী গাজী, মাতা-আছিয়া খাতুন, ০৩। আবু সাঈদ (৪০), পিতা-কাওসার আলী সরদার, মাতা-জাহানারা বেগম, ০৪। পিয়ার আলী (৫৫), পিতা-মৃত আহাদ আলী গাজী, মাতা-কোহিনুর বেগম, সর্ব সাং-দেবহাটা, ০৫। শওকত (৫৭), পিতা-মৃত সাবর আলী সরদার, মাতা-জয়গুন বিবি, সাং-চন্ডিপুর, ০৬। আলমগীর হোসেন (২৭), পিতা-আলমবারী, মাতা-মর্জিনা, সাং-বসন্তপুর,সর্ব থানা-দেবহাটা জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন এবং অপর অভিযান পরিচালনাকালে পরোয়ানা ভূক্ত আসামী ৭। আজিজুল গাজী, পিতা-মৃত কিনু গাজী, ৮। নুরুজ্জামান হোসেন (২৭), পিতা- নজরুল গাজী, উভয় সাং-কালিকৃষ্ণপুর (কামটা) থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, ৯। আশুরা খাতুন, জং-ইব্রাহিম গাজী, সাং-দক্ষিন কুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদের কে গ্রেফতার করেন। এবং উক্ত আসামীদের কে ১৯.০৩.২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।