ঝিনাইদহে বিএনপি কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় তিন ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উচ্চ আদালতের অন্তর্বর্তী জামিন শেষে অধ্বস্তন আদালতে হাজির হলে সোমবার আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালত।
আসামীরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান নাজিরুদ্দীন, কুমড়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল করিম সিরাজ ও হরিশংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম।
সোমবার বেলা ১১ টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আসামীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিনে ছিলেন৷ ৬ সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর সোমবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন আসামীরা। এসময় আসামী পক্ষের আইনজীবীরা জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি বাদী হয়ে ৪৬৮ জনের নামে মামলা করেন। মামলা নং- ঝিনাইদহ জিআর ৪০৩/২৪ ও ৩৯৩/২৪।