1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০২ অপরাহ্ন

ঝিনাইদহে দুই স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে  হৃদরোগে ইবির লাইব্রেরিয়ানের মৃত্যুর

এস এম সৈকত হাবীব,স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

দুই স্ত্রীর ঝগড়ার সময় আব্দুল জব্বার (৬০) নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়ায়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের লাইব্রেরিয়ান আব্দুল জব্বার শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামের আব্দুল জলিলের ছেলে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বড় স্ত্রী রাবেয়া আক্তার বৃষ্টি ও ছোট স্ত্রী সুরাইয়া পারভীন সাথীকে ঝিনাইদহ সদর থানায় নিয়ে গেছে। মহল্লাবাসি জানান, আব্দুল জব্বার ছোট স্ত্রী সুরাইয়া পারভীন সাথীর বাড়িতে অবস্থান করার সময় বড় স্ত্রী রাবেয়া আক্তার বৃষ্টি বাসায় ঢুকে ঝগড়ায় লিপ্ত হয়। দুই স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে আব্দুল জব্বার পড়ে হৃদরোগে আক্রান্ত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রতিবেশিদের অনেকেই বলছেন, দুই স্ত্রীর মারধরে জব্বারের মৃত্যু হয়েছে। এদিকে বড় স্ত্রী রাবেয়া আক্তার বৃষ্টি অভিযোগ করেন, ছোট স্ত্রী শ্বাসরোধ করে জব্বারকে হত্যা করেছে। তিনি ওই বাসায় গিয়ে এই দৃশ্য দেখেন বলেও তিনি জানান। ছোট স্ত্রী জানান কথা কাটাকাটির এক পর্যায়ে তার স্বামী পড়ে গিয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এ সময় তিনি তার মাথায় পানি দিচ্ছিলেন। তিনি আরো জানান, বড় স্ত্রীকে তার স্বামী আব্দুল জব্বার আগেই তালাক দিয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) শামসুজ্জোহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। দুই স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় আনা হয়েছে। তাদের নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু অভিযোগ থানা পাওয়ায় তাদের সোমবার রাতেই ছেড়ে দেওয়ার পক্রিয়া চলছে। শামসুজ্জোহা আরো জানান, অন্ডোকেষে স্ত্রীদের লাথির আঘাতে মারা যাওয়ার বিষয়টি সুরোতহাল রিপোর্টে পাওয়া যায়নি। তবুও মৃত্যুর কারণ নির্নয়ে লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট