ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, কালিগঞ্জ থানা, জনাব মুহাম্মদ হাফিজুর রহমান এর নেতৃত্বে ০৬/০৪/২০২৫ খ্রিঃ রাত্র ০৩.৪০ ঘটিকার সময় এসআই(নিঃ) শ্রী রাজীব সরদার সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে কালিগঞ্জ থানাধীন পানঘাট গ্রামস্থ ধৃত আসামী মোঃ অহিদুর রহমান এর বসত বাড়ির বসত ঘর ও রান্না ঘরের মাঝ হইতে চাষকৃত ১০টি গাঁজা গাছ সহ আসামি-মোঃ অহিদুর রহমান(২৮), পিতা-মৃত নুরুল আমিন খন্দকার, সাং-পানঘাট, থানা-কালিগঞ্জ, সাতক্ষীরাকে গ্রেফতার করেন। ধৃত আসামির বিরুদ্ধে কালিগঞ্জ থানার মামলা নং-০৫, তাং-০৬/০৪/২৫, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৮(ক); দায়ের করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।