কালীগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সড়ক পরিবহন ও কাউন্টার শ্রমিকদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় নলতা উপজেলা অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী সদস্য শহিদুল ইসলামের সভাপতিত্বে ও আজিজুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোল্লা আশরাফ হোসেন। আরোও বক্তব্য রাখেন, মামুন বিল্লাহ, নলতা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুজিবর রহমান, নলতা মাইক্রোবাস গ্যারেজ সভাপতি আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, আবু ঈসা, আরিজুল ইসলাম, সাইফুল ইসলামসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোল্লা আশরাফ হোসেন বলেন, অন্তবর্তী কালীন সরকারের অগ্রযাত্রায় সকল ষড়যন্ত্র রুখে দিতে পাশে থাকবে শ্রমিকগণ।