1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা ক্রেতা ও বিক্রেতার কারাদণ্ড।

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার কালিগঞ্জে মাদক কেনাবেচার সময় পুলিশের অভিযানে আটক দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী গৌরপদ বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস (২০) ও রঘুনাথপুর গ্রামের মুনছুর আলী শেখের ছেলে মাদকসেবী শফিকুল ইসলাম (৩৭)।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে দোকানে গাঁজা বিক্রির সময় বিশ্বাস ও গাঁজা ক্রেতা শফিকুল ইসলামকে ১৩ পুরিয়া গাঁজাসহ হাতেনাতে আটক করেন কালিগঞ্জ থানার উপপরিদর্শক কামাল হোসেন। পরবর্তীতে বিকেল ৬টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ঘটনাস্থলে যেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষীদের স্বীকারেক্তির ভিত্তিতে গাঁজা বিক্রির অপরাধে সুমন বিশ্বাসকে ১মাসের বিনাশ্রম সাজা ও ১শ’ টাকা জরিমানা এবং ক্রেতা শফিকুল ইসলামকে ১মাসের বিনাশ্রম সাজা ও ৫০ টাকা জরিমানা করেন।
গাঁজা কেনার টাকা যোগাড় করতে ভাটা শ্রমিক শফিকুল ইসলাম রঘুনাথপুর গ্রামের নজরুল ইসলাম নামে এক ব্যক্তির ছাগল চুরি করে শংকরকাটি গ্রামে ১হাজার ৮শ’ টাকায় বিক্রি করে বলে জানায়। তার দেয়া তথ্য অনুযায়ী শংকরকাটি গ্রাম থেকে ওই ছাগলটি ফিরিয়ে এনে মালিকের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট