সুমাইয়া সুলতানা,কয়রা উপজেলা প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কয়রা উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নেতারা জানিয়েছেন, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে বৈষম্যবিরোধী চেতনা ছড়িয়ে দেওয়া এবং ফ্যাসিবাদমুক্ত ভবিষ্যৎ গড়ার শপথ নেওয়া।
শোভাযাত্রাটি কয়রা সদর উপজেলার মধুর মোড় থেকে শুরু হয়ে কাটকাটা, বেদকাশিসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসংযোগের মাধ্যমে সম্পন্ন হয়। এতে অংশগ্রহণকারীরা স্লোগান ও প্রচারপত্রের মাধ্যমে আন্দোলনের লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব। যৌথ সঞ্চালনায় ছিলেন আশিকুল ইসলাম জীবন ও ইমদাদুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের কারাবরণকারী ছাত্র নেতা ও খুলনা জেলা বৈঃছাঃআঃ যুগ্ম আহ্বায়ক মহরম হাসান মাহিম, যুগ্ম সদস্য সচিব শাহিন আলম, সহকারী মুখপাত্র হাফিজুল ইসলাম হাফিজ এবং কার্যকরী সদস্য খায়রুল ইসলাম সুমন।
এ ছাড়া উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, সুলতান সালাউদ্দিন, সিনিয়র একটিভিস্ট দেব্রত দেবু ও রিয়াজ।
সভায় বক্তারা বলেন, এই আন্দোলন শুধু কয়রার জন্য নয়, বরং সমগ্র দেশের তরুণদের জাগ্রত করতে কাজ করছে। মহরম হাসান মাহিম বলেন, "আমাদের লক্ষ্য হলো একটি নিরাপদ ও বৈষম্যহীন কয়রা গড়া, যেখানে তরুণ সমাজ নিজেদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে পারবে।"
সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব বলেন, "আমাদের আন্দোলন মাদক, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে। আমরা বিশ্বাস করি, সঠিক নেতৃত্ব ও সচেতনতার মাধ্যমে কয়রাকে একটি মডেল উপজেলায় পরিণত করা সম্ভব।"
শোভাযাত্রা ও জনসংযোগ শেষে অংশগ্রহণকারীরা আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।