1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

কয়রায় নিরাপদ অভিবাসন ও মানব সম্পদ উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

 

মোঃফয়সাল হোসেন কয়রা

 

কয়রা উপজেলায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর উদ্যোগে “মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন: জাপান প্রেক্ষিত” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় আমাদি ইউনিয়নের উত্তর খেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মোঃ আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক (উপসচিব) মোঃ শাহীনুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শিশির মোহাম্মদ বেলাল, পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সোলায়মান এবং কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান।

সভায় আরও বক্তব্য দেন কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ ইউনুছ আলী, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, ঘুগরাকাটি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোঃ সুজা উদ্দিন, বেসিনমিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসেন এবং বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ একেএম আজহারুল ইসলাম প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশ নেন এবং মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে, জাপানে অভিবাসনের ক্ষেত্রে বৈধ ও নিরাপদ পন্থা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট