শ্যামনগরের ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালীমন্দিরের দেবী কালীর মাথার মুকুট চুরির ঘটনার প্রায় ৩৫ ঘণ্টা পর মামলা করেছে মন্দির কতৃপক্ষ। এই ঘটনায় প্রধান পুরোহিতসহ মোট ৫ হিন্দু ধর্মাবলম্বীকে আটক করেছে ডিবি।
আটকরা হলেন মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ ব্যানার্জী (৪৭), পুরোহিতের সহকারী অপূর্ব সাহা (৩৭), সঞ্জয় বিশ্বাস সাজু (৪০), পরিচ্ছন্নতাকর্মী রেখা রানী (৪২) ও পারুল বিশ্বাস (৪১)।