দেওয়ানগঞ্জ উপজেলার ঝালোরচর বাজারে অবস্থিত ইশাআতুস সুন্নাহ্ মডেল মাদরাসার ২০২৪ সালের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয় এবং বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। আজ ৩১ ডিসেম্বর রোজ মঙ্গলবার মাদরাসা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন মাদরাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, হযরত মাওলানা আবুল খায়ের কুব্বাত (খতিব ঝালোরচর পূর্বপাড়া জামে মসজিদ)। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম (মহাসচিব, ইকরা নূরানী তালিমূল কুরআন বোর্ড বাংলাদেশ ও সভাপতি, নুরুল কোরআন হিফজ শিক্ষা বোর্ড)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হাসান বসরী আল হুসাইনী (সদস্য, ইত্তেফাকুল ওয়ায়েজিন বাংলাদেশ)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আরিফুর রহমান, হাফেজ ক্বারী হারিসুর রহমান, মাওলানা ক্বারী আব্দুল আলীম সাদী, মাওলানা আইয়ুব আনসারী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা সালমান হোসেন সাহেব( মুহতামিম, অত্র মাদরাসা) ও হাফেজ মাওলানা মাহবুবুর রহমান সাহেব (প্রতিষ্ঠাতা ও পরিচালক, ইশাআতুস সুন্নাহ মডেল মাদরাসা)। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, হাফেজ হযরত মাহমুদ (ইমাম ও খতিব ঝালোরচর বাজার জামে মসজিদ)। এছাড়া উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। দেওয়ানগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে ঝালেরচর বাজার সংলগ্ন নিজস্ব জায়গাতে ইশাআতুস সুন্নাহ মডেল মাদরাসাটি প্রতিষ্ঠিত হয় ২০২২ সালে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই মাদরাসাটি সুদক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসতেছে। মনোরম পরিবেশ ও পরিপাটি শ্রেণিকক্ষে এবং সুদক্ষ শিক্ষকদের দ্বারা পাঠদান হওয়ায় শিক্ষার্থীরা সহজেই মানসম্মত শিক্ষা লাভ করছে। তাইতো এই মাদরাসার শিক্ষার্থীরা প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেন। বর্তমানে মাদরাসার তিনটি বিভাগে (নূরানী,নাজেরা ও হিফজুল কুরআন) শিক্ষার্থী সংখ্যা ২৬০ জন। ২০২৪ সালে রৌমারী, রাজিবপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ এ চারটি উপজেলার মোট ২৫ টি মাদরাসার শিক্ষার্থীরা নূরানী মুয়াল্লিম পরিষদ বৃত্তি কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। আরবি, বাংলা, ইংরেজি ও গণিত এ চারটি বিষয়ের উপর একশত নাম্বরে ২১ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ইশাআতুস সুন্নাহ মডেল মাদরাসার ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১৪ জন ট্যালেন্টপুল এবং ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন। এই মাদরাসার যে সকল শিক্ষার্থীরা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন সেই সকল শিক্ষার্থীরা বোর্ড থেকে ১২০০ টাকা এবং মাদরাসা কর্তৃপক্ষের কাছ থেকে আরো অতিরিক্ত ১২০০ টাকা মোট ২৪০০ টাকা বৃত্তি পাবেন। আর যে সকল শিক্ষার্থীরা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন তারা বোর্ড থেকে ৮০০ টাকা এবং মাদরাসা কর্ত্পক্ষের কাছ থেকে আরো ৪০০ টাকা মোট পাবেন ১২০০ টাকা বৃত্তি পাবেন। এমন আয়োজন দেখে শিক্ষার্থীরা এবং অভিভাবকগণ মাদ্রাসার সুনামে পঞ্চমুখর। এমন প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের ভর্তি করে দিতে পারায় অভিভাবকরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।