1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

ইট ভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে গাজী ব্রকিস-১ কে ৫০ হাজার টাকা জরমিানা।

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার শ্যামনগরে ইট ভাটার জালানী হসিবে কাঠ ব্যবহাররে অভিযোগে মালকিকে ৫০ হাজার টাকা জরমিানা করা হয়ছে।রোববার সকাল সাড়ে ৯ টার দিকে পৌরসদররে হাটছালা এলাকার গাজী ব্রকিস-১ নামীয় প্রতষ্ঠিানকে ভ্রাম্যমান আদালত উক্ত জরমিানা করনে। এসময় পোড়ানোর কাজে ব্যবহৃত কাঠসহ কাঠ বোঝাই একটি টলি জব্দ করা হয়। উপজেলা সহকারী কমশিনার (ভুমি) আব্দুল্লাহ আল রফিাতরে নতেৃত্বে পরচিালতি অভযিানে পুলশিসহ বভিন্নি বিভাগরে প্রতনিধিরিা অংশ নয়ে।

নর্বিাহী ম্যাজষ্ট্রিটে আব্দুল্লাহ আল রফিাতরে ভাষ্য নয়িমতি র্কাযক্রমরে অংশ হিসেবে রোববার সকালে তারা গাজী ব্রকিস-১ নামীয় ইট ভাটায় যান। সেখানে পৌছে টলিতে থাকা কাঠ সরাসরি ইট ভাটার মধ্যে ঢুকয়িে দিয়ে জালানী হসিবেে ব্যবহাররে ঘটনা প্রত্যক্ষ করনে তারা।

এসময় তাৎক্ষণকি সখোনে ভ্রাম্যমান আদালত পরচিালনা করে উক্ত ইট ভাটা মালকিকে ৫০ হাজার টাকা জরািমানা করা হয়। ইট ভাটা প্রস্তুত ও পরচিালনা নীতমিালা লংঘন করলে আবারও অভযিানরে বষিয়ে তাদরেকে সর্তক করা হয়ছেে বলওে তিনি নিশ্চিতি করনে।

উল্লখ্যে উপজলোর খানপুর গ্রামরে সদ্দিকিুল ইসলাম বকুলরে মালকিানাধীন উক্ত ইট ভাটায় জালানী হসিবে কাঠ ব্যবহাররে ছবি উঠাতে যয়ে একদনি আগে সাংবাদকিরা বাঁধার মুখে পড়নে। ছবি উঠানোর অভযিোগ এনে গাজী ব্রকিস এর ম্যানেজার ও মালকিরে লোকজন তাদরে সাথে চরম অসদাচারণ করনে।

অভিযোগ রয়েছে সোনারমোড়রে বল্লিাল হোসনেরে মালকিানাধীন হাজী ব্রকিস এবং সদ্দিকিুল ইসলাম বকুলরে গাজী ব্রকিস-১ এ গভীর রাত থেকে সকাল র্পযন্ত কাঠ ব্যবহার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট