ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
আজ রাত আনুমানিক ৯:৩০ মিনিটে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সামনে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনতা অসুস্থ ও রোগাক্রান্ত গরু আটক করে। ট্রোলি চালক সুত্রে জানা যায় নীলডুমুর বাজারের মাংস ব্যাবসায়ী ইকবাল কসাই (৩৫) পিং- রুহুল আমিন কসাই, সাং- বুড়িগোয়ালিনী জবাইয়ের উদ্দেশ্যে অল্প টাকায় গরুটি কালিগঞ্জ উপজেলার কাশেমপুর গ্রাম থেকে ক্রয় করে।
স্থানীয় জনতা উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তাৎক্ষনিক এসিল্যান্ড মহোদয় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইকবাল কসাইকে অসুস্থ ও রোগাক্রান্ত পশু জনাইয়ের উদ্দেশ্যে ক্রয় করার অপরাধে ১২০০০/-(বার হাজার টাকা) জরিমানা করেন।
এভাবে যত্রতত্র অসুস্থ রোগাক্রান্ত গরু জবাইয়ের কারনে মানবদেহে বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে। যাতে এভাবে যত্রতত্র অসুস্থ রোগাক্রান্ত পশু জবাই করতে না পারে সেজন্য প্রশাসন সহ স্থানীয় সচেতন মহলকে দৃষ্টি আকর্ষণ করছি।